সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বৈশাখী মেলায় ঐতিহ্যেবাহী মোরগ লড়াই মুগ্ধ দর্শক

বগুড়া সংবাদ : বগুড়ায় আনন্দ উচ্ছ্বাস নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই উপভোগ করল বৈশাখী মেলার দর্শকরা। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের পৌর এ্যাডওয়ার্ক পার্কে ৪৩ তম বৈশাখী মেলায় এ খেলার আয়োজন করে বগুড়া থিয়েটার।বাংলার গ্রামগঞ্জের এক সময়ের জনপ্রিয় এ খেলা এখন বিলুপ্তপ্রায়। নতুন প্রজন্ম তো দেখেইনি। তাই বেশ উৎসাহ নিয়েই বিকেলে শহরের বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হয় মেলা প্রঙ্গণে।পহেলা বৈশাখ উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে আয়োজিত এই মোরগ লড়াইয়ে অংশ নেয় বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ৪টি লড়াকু মোরগ। প্রায় ঘণ্টাব্যাপী লড়াইয়ে প্রথমে একটি করে জুটি মোরগ মুখোমুখি হয় প্রতিপক্ষের। পর্যায়ক্রমে প্রাণপণে লড়তে থাকে মোরগগুলো। লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে করতালির মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকস্রোতারা।খেলা দেখতে আসা রাজ্জাক হোসেন বলেন, জীবনে এই প্রথম মোরগ লড়াই সরাসরি দেখলাম। খুব আনন্দ পেয়েছি। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’মুত্তালিব হোসেন নামে এক প্রবীণ দর্শক বলেন, ‘ছোটবেলা গ্রামে মোরগ লড়াই দেখেছি। সেসময় বেশ উৎসাহ আর উদ্দীপনা ছিল। বলা যায়, এসব খেলা আমাদের প্রাণের খেলা। আজ আমরা অনেক খেলাই হারিয়ে ফেলেছি। এমন উদ্যোগে হয়তো খেলাগুলো আবার ফিরে আসবে।’বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, বৈশাখী মেলায় নতুন প্রজন্মের সামনে বিলুপ্তপ্রায় খেলাগুলো প্রদর্শিত হচ্ছে। নিজেদের হারিয়ে যাওয়া সংস্কৃতি উদ্ধার ও লালনে যেন মনোযোগী হয়ে ওঠে নতুন প্রজন্ম। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহনকারী এসব খেলা হারিয়ে ফেলতে বসেছি আমরা। মূলত এ ভাবনা থেকেই গ্রামীণ ক্রীড়া উৎসবের আয়োজন। এটি প্রতি বছরই হয়ে থাকে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের লাঠি খেলা, পাতা খেলা, সাপ খেলারও আয়োজন করা হয়েছিল।

Check Also

পত্নীতলায় কারিতাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বর্তন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *