fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

ব্র্যাক নর্থওয়েষ্ট ডিভিশনের ২৯০ জন সদস্য বিকাশে ফেরত পেলেন সঞ্চয়ের টাকা

সঞ্জু রায়: কঠোর লক ডাউনে সদস্যদের পাশে ব্র্যাক-নর্থওয়েষ্ট ডিভিশনের আওতাধীন বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার আওতাধীন ৫টি অঞ্চলে ২৯০ জন সদস্যকে বিকাশের মাধ্যমে ১৬ লক্ষ ২৪ হাজার টাকা সঞ্চয় ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।
ব্র্যাক-নর্থওয়েষ্ট ডিভিশনের সুত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২১ হইতে সরকারের দেওয়া বিধি-নিষেধ অনুযায়ী সারাদেশে সর্বাত্বক লকডাউন শুরু হয়। সে অনুযায়ী তখন থেকে ব্র্যাকের কার্যক্রমও বন্ধ আছে বিশেষ করে সদস্যদের মাঝে ঋণ বিতরন ও সঞ্চয় ফেরত বন্ধ আছে। দীর্ঘদিন এই কার্যক্রম বন্ধ থাকায় গ্রামীন অর্থনীতিতে প্রভাব পড়েছে। বিশেষ করে কিছু সদস্য চিকিৎসা, কৃষিকাজ এবং কোরবানীর জন্য তাদের পাশবইয়ে থাকা সঞ্চয় উত্তোলন করে এ সব সমস্যার সমাধান করে থাকে। এমতাবস্থায় সদস্যগন তাদের অর্থনৈতিক দুরাবস্থা কাটানোর জন্য সঞ্চয় ফেরতের আবেদন করেন। ব্র্যাক তাদের অবস্থা বিবেচনায় নিয়ে বগুড়া, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার আওতাধীন ৫টি অঞ্চলের ৬৬ টি শাখায় ২৯০ জন সদস্যর মাঝে ১৬ লক্ষ ২৪ হাজার টাকা সদস্যদের নিজস্ব বিকাশ ওয়ালেট নাম্বারের মাধ্যমে প্রেরণ করেন। এদিকে সদস্যগণ এই দুর্যোগ কালীন সময়ে অফিস বন্ধ থাকা অবস্থায় সঞ্চয় ফেরত পেয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম জানান, ব্র্যাক করোনাকালীন মহামারী সময়ে সদস্যদের পাশে আছে এবং সবসময় থাকবে। এই লকডাউন যদি আরও দীর্ঘ হয় তাহলে বিকাশের মাধ্যমে সদস্যদের সঞ্চয় ফেরত এর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স নর্থ ওয়েষ্ট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার কে এ রহমান বলেন, ব্র্যাক গত ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাস জুড়েই বিকাশে সঞ্চয় ফেরত দিয়েছিলো এবারও সদস্যদের অর্থনৈতিক দুর্যোগ লাঘবের জন্য নর্থওয়েষ্ট ডিভিশন সহ দেশের সকল জায়গায় সঞ্চয় ফেরত কার্যক্রম অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

nine + ten =

Back to top button
Close