fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

শাজাহানপুরে ৩৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রংপুর জেলার পীরগাছা উপজেলার হাসনা পাইটকাপাড়ার মৃত আব্দুল রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম (২৬)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানতে পারে রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপের মাধ্যমে মাদকের একটি বড় চালান বগুড়ায় আসছে। এই খবর পেয়ে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র‌্যাব-১২ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্টে মাদকবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪) আটক করা হয়। এসময় পিকআপ তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

eighteen + one =

Back to top button
Close