দুপচাঁচিয়ার তালোড়ায় রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে তালুকদারপাড়া ঈদগাহ্ মাঠ হতে নওদাপাড়া চারমাথা পর্যন্ত রাস্তার বিটুমিন ডেন্স কার্পেটিং করণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়া চারমাথায় তালোড়া পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও আ’লীগ নেতা এমকেএইচ তরফদার খোকন এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, তালোড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তছলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ। সভার পূর্বে উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান ফিতা কেটে ওই রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা ও তালোড়া পৌর এবং ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, তালোড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ন নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৩লাখ ৪৪হাজার ৬’শ ১৬টাকা ব্যয়ে ১হাজার ৩৭.৫০ মিটার রাস্তাটি মেসার্স অনিক ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছেন।