শাজাহানপুরে হিজড়া সম্প্রদায়কে খাদ্য সহায়তা দিল নূরজাহান-ইয়াছিন ফাউন্ডেশন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ করোনাকালিন দূঃসময়ে বগুড়ার শাজাহানপুের হিজড়া সম্প্রদায়ের শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা হিসেবে সাবান দিয়েছে ‘নূরজাহান-ইয়াছিন’ নামের একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান।
বুধবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে খাদ্য সহায়তা হিসেবে চাল, তেল, লবণ, পিয়াজ, আলু এবং স্বাস্থ্য সুরক্ষায় একটি করে হাত ধোয়ার সাবান বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবক সৈয়দ রিজভি আহম্মেদ ফারুক।
এসময় বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাকিম আহমেদ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ আকাশ, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আপেল, আরিফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
উপজেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি স্বপ্না খাতুন বলেন, এই করোনাকালিন দুঃসময়ে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি চিরকৃতজ্ঞ। সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ রিজভি আহম্মেদ ফারুক বলেন, করোনার এই মহামারিতে অসহায় এই সম্প্রদায়ের পাশে দাঁড়াতে সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের বৃত্তবানসহ এনজিও প্রতিষ্ঠানকে হিজড়া সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।