ঢাকা যাওয়ার পথে ফেন্সিডিলসহ বগুড়া মোকাতলায় ৩ নারী গ্রেফতার
সঞ্জু রায় : ঈদকে সামনে রেখে ফেন্সিডিল বিক্রির জন্যে যাওয়ার কথা ছিলো রাজধানী ঢাকায় কিন্তু যেতে হলো কারাগারে। বগুড়া শিবগঞ্জে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে বুধবার দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্যে অবস্থান করা ৩ নারী মাদক ব্যবসায়ীকে ১০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আব্দুল মতিনের স্ত্রী মোছা: রহিমা (৪০), মো: জসিম এর স্ত্রী মিম ওরফে মালা এবং ইয়াকুব আলীর স্ত্রী মোছা: মেরিনা (২৮)। অভিযানের নেতৃত্বে থাকা মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলাম জানান, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামের দিক-নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোকামতলা ঈদগাহ মাঠের পাশে জয়পুরহাটগামী প্রধান সড়কের উপর অভিযান চালিয়ে এই ৩ নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে নারী হিসেবে আইনের চোখকে ধুলো দিয়ে তারা এই ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মোকামতলায় অবস্থান করছিলো।
এস আই মনোয়ারুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪ (গ) ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং আসামীদের বুধবারেই আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।