শাজাহানপুরে যুবলীগ নেতা বাদশা আলমগীরের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়া শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের কাগজিপাড়ায় নিজ উদ্যোগে একটি অবহেলিত রাস্তা সংস্কার করলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাদশা আলমগীর।
বুধবার দুপুরে মহাসড়ক থেকে মহিউসসুন্নাহ মাদ্রাসা পর্যন্ত ২শ মিটার ওই রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহিউসসুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম ফোরকানুল ইসলাম, হাফেজ হানজালা, হাফেজ আব্দুল মালেক, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, আব্দুস সামাদ ,রিয়াজ উদ্দিন আফজাল প্রমুখ।
জানাগেছে, প্রায় ৭/৮ বছর আগে ওই রাস্তায় সরকারী ভাবে ইট সোলিং করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের ব্যবধানে রাস্তার ইটগুলো মাটিতে নিচে ডাকা পড়ে যায়। এতে করে অতিবৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। দূর্ভোগে পড়ে গ্রামের অর্ধসহস্রাধিক যার ফলে গ্রামবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরা। এই সংস্কারের কারণে ভোগান্তি থেকে রক্ষা পেল গ্রামবাসি।