বগুড়া সদরের গোকুল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজমল হোসেন এর ইন্তেকাল! জানাযার নামাজ অনুষ্ঠিত।
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :বগুড়া সদরের গোকুল বন্দরের বিশিষ্ট ভুষিমাল ব্যবসায়ী ও গোকুল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্বআজমল হোসেন(৬৫)অদ্যই বৃহস্পতিবার ভোর ৫ টায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবন গোকুল স্কুল পাড়ায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন) মৃত্যূকালে তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। অদ্যই বাদ আসর গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পূর্বে তাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ,সমাজ সেবক এবিএম মিলন,মরহুমের জামাই সেনাবাহিনী কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ। জানাযার নামাজে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন,এমদাদুল হক মিলন,জাকির হোসেন,সমাজ সেবক কাউছার আলী খোকন,আব্দুল মতিন কাজী,সাংবাদিক এস আই সুমন সহ মরহুমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাবসায়ী বুন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মুসল্লী অংশ গ্রহন করেন।