fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুতে লকডাউনের ১৩ তম দিনে ভ্রাম্যমাণ আদালতে ৩২’শ টাকা জরিমানা করলেন ইউএনও মাছুদুর রহমান

কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ লকডাউনের ১৩ তম দিন মঙ্গলবার সকাল থেকেই বিকেল পর্যন্ত বগুড়ার কাহালু পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে গিয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিজিবির সদস্যদেও সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
কাহালু পৌর হাট বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তি ও ব্যবসায়ীর ৩ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ অফিসের নায়েক সুবেদার আবু জামান সহ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ।
এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সকাল খেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Back to top button
Close