শাজাহানপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ ॥ তিন ব্যবসায়ীর জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দুবলাগাড়ী হাটে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। এসময় উপজেলা মৎস্য অফিসার আয়েশা খাতুন ও পুলিশ সদস্যরা তাকে সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক খান জানান, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৭ ও ১৮৮ ধারায় আব্দুর রাজ্জাক (৫৫), শহিদুল ইসলাম (৪৯) এবং শামীম আহমেদ (৩৫) নামে তিনজন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।