কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর কালাই কর্ণিপাড়ায় ৪৫ শতক সরকারি খাস জায়গা উদ্ধার করলেন ইউএনও মাছুদুর রহমান
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ মঙ্গলবার সকাল ৬টা থেকেই বেলা ১১টা পর্যন্ত বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়ায় ৪৫ শতক সরকারি খাস জায়গা অবৈধ ভাবে ভোগ দখলদারীর কাছ থেকে জায়গা উদ্ধার করে উক্ত জায়গার উপর লাল পতাকা টাঙ্গিয়ে দিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রিদওয়ানুর রহমান, কালাই ইউ পি চেয়ারম্যান মো. আবু তাহের সরদার (হান্নান), আওয়ামীলীগনেতা তোজাম্মেল হক, কালাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ইতি পূর্বে পাইকড় ইউনিয়নে ৩৩ শতক সরকারি খাস জায়গা অবৈধ ভাবে ভোগ দখলদারীর কাছ থেকে জাগয়া উদ্ধার এবং কালাই ইউনিয়নের পিলকুঞ্জে সরকারি খাস জায়গা অবৈধ ভাবে ভোগ দখলদারীর কাছ থেকে জায়গা উদ্ধার করেছেন তিনি।