বগুড়া জেলা পুলিশ সর্বদায় অসহায় ও বন্যার্তদেরপাশে থেকে সহযোগীতা করে থাকে -বগুড়া পুলিশ সুপার
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়ার সারিয়াকান্দী উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গত( ১১ আগস্ট) বেলা ১২ টায় জেলা পুলিশের আয়োজনে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে বন্যায় ও বানভাসী মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে গরুর মাংস, পোলার চাল, তেল, মসলা বিতরণ করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম ( বার)। এসময় তিনি বলেন, বগুড়া জেলা পুলিশ সব সময় অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগীতা করে থাকে। আমরা সব সময় চাই সবাই দু বেলা দু মুঠো খেয়ে পড়ে বেঁচে থাক। এসময় উপস্থিত ছিলেন পদন্নোতীপ্রাপ্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, বগুড়ার সারিয়াকান্দী সোনাতলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, তার পতন্বী সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহেদা মান্নান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৌকত হোসেন, ইউপি সদস্য/ সদস্যাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।