রাস্তা পার হলেই বাড়ি ॥ প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোত্তালিব (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলা সদর মাঝিড়া ষ্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোত্তালিব শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুনপাড়ার বাসিন্দা। বাবা মৃত রহিম উদ্দিন। গ্রামের বাড়ি বগুড়ার মাটিডালী পীরগাছা এলাকায়। তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে চাকরী সুবাদে ডোমনপুকুর নতুনপাড়া গ্রামে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনেরা জানান, রবিবার বিকেলে আব্দুল মোত্তালিব সাংসারিক প্রয়োজনে মটরসাকেল নিয়ে মাঝিড়া বন্দরে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শিরা জানান, আব্দুল মোত্তালিব মটরসাইকেল নিয়ে মাঝিড়া ষ্ট্যান্ডে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাঝিড়া ষ্ট্যান্ড থেকে ডোমনপুকুর নতুনপাড়ায় তার বাড়ির দূরত্ত কোয়াটার কিলোমিটার। রাস্তা পার হলেই তিনি নিরাপদে বাড়ি ফিরতে পারতেন।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-৮৬৯৪) আটক করা হয়েছে। মরদেহ সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। এবিষয়ে সেনাবাহিনী পদক্ষেপ নেবে।