fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার নিকট ১০ টি অক্সিজেন সিলিন্ডার সেট এবং ০২ টি অক্সিজেন কনসেনন্ট্রেটর সেট হস্তান্তর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট করোনায় আক্রান্ত অর্থনৈতিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ সেবা চালু করেছে। এই লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার নিকট “ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর” হতে প্রাপ্ত ১০ টি অক্সিজেন সিলিন্ডার সেট এবং ০২ টি অক্সিজেন কনসেনন্ট্রেটর সেট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ্যাড. মকবুল হোসেন মুকুল। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের সম্মানিত সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. সুরুতজামান, ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব এলিজা ইয়াসমিন কেয়া, আলী এখতিয়ার তাজু, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইউনিট কার্যনির্বাহী সদস্য ডাঃ সামির হোসেন মিশু, ইউনিট কার্যনির্বাহী সদস্য এ. কে. এম. লতিফুল কবির ইমন, সিনিয়র যুব সদস্য মীর শহিদুল ইসলাম মিলন। যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনন্ট্রেটর গুলো গ্রহন করেন যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার সম্মানিত উপ যুব প্রধান–০১ মোঃ মনিরুজ্জামান ইমরান। আরো উপস্থিত ছিলেন উপ যুব প্রধান–০২ রাফি আক্তার, যুব কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার যুব সদস্যগন।
উল্লেখ্য যে, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই যুব রেড ক্রিসেন্ট, বগুড়া, সংযোগ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সমন্বয়ে একটি সম্মিলিত প্রচেষ্টা হিসেবে অক্সিজেন সেবা প্রদান করে আসছে। যুব রেড ক্রিসেন্ট, বগুড়া-এর স্বেচ্ছাসেবকগণ এ পর্যন্ত ৭৫ জন কোভিড আক্রান্ত ব্যাক্তিকে প্রায় মোট ১২০ বার বিনামুল্যে অক্সিজেন সেবা প্রদান করেছে, যা চলমান রয়েছে। যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার নিজস্ব অক্সিজন সেবা এই কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

বিঃ দ্রঃ জরুরী অক্সিজেন সেবার জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলোঃ
মোবাইলঃ ০১৫২১-৩১৫২৫৫, যুব প্রধান, যুব রেড ক্রিসেন্ট, বগুড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Back to top button
Close