১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস
১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিশেষ সেবাদান কর্মসূচী। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে Rights & Choices are the answer : Whether baby boom or bust, the solution lies in prioritizing the reproductive health and rights of all people’ যার বাংলা ভাবান্তর ‘অধিকার ও পছন্দই মুল কথা: প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে”। জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং সদর উপজেলার এমসিএইচ ইউনিটে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিশেষ সেবা পরিচালিত হবে। জেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সুবিধাজনক সময়ে পুরস্কার বিতরণ করা হবে। ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন বগুড়া জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন সিভিল সার্জন ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী। সভাপতিত্ব করবেন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া জনাব শাহ্নাজ পারভীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী পরিচালক (এফপি) জনাব মোঃ রফিকুল ইসলাম।