শেরপুরে স্বামীর মৃত্যুও তিনঘন্টা পর স্ত্রীর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে স্বামীর মৃত্যুর খবর জানার তিনঘন্টা পর স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মৃত স্বামীর নাম মো. আলহাজ¦ হযরত আলী। তাঁর বাড়ি উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে। তিনি স্থানীয় বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর স্ত্রী নাম মোছা. মর্জিনা বিবি।
শুক্রবার (৯জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন নিহতের ছেলে বিএনপি নেতা তৌহিদুল ইসলাম। তিনি বলেন, তিনদিন আগে আমার মান্দাইল গ্রামের বাড়িতে হঠাৎ করেই বাবা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রæত তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৮জুলাই) দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। তাকে দাফন করার জন্য গ্রামের পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ চলছিল। এই খবর জানার পর প্রায় তিন ঘন্টা পরই আমার মা এই দুনিয়া থেকে বিদায় নেন।
পরে ওইদিন সন্ধ্যারাতে মান্দাইল গ্রামস্থ খেলার মাঠে বাবা ও মায়ের একইসঙ্গে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে স্বামীর মৃত্যুর খবর শোনে তিনঘন্টা পর স্ত্রীর মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।