fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

ঢাকার হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে অসুস্থ রোগীর পাশে এম পি মোশারফ হোসেন

কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ বৃহস্পতিবার ঢাকার হারুন আই ফাউন্ডেশনে (হাসপাতালে) অসুস্থ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের শহিদুল ইসলামকে দেখতে যান ও তার খোঁজখবর নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। হারুন আই ফাউন্ডেশন (হাসপাতালে) শহিদুল ইসলামের চোখের মেজর অপারেশন অবস্থায় ভর্তি হয়ে আছেন। করোনাকালিন সময়ে হাসপাতালের মারাত্নক অবস্থা। তারপরও সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে মানবতার ফেরিওয়ালা এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন ছুটে গিয়ে তার খোঁজখবর নেন এবং সাধ্যমত তারকে আর্থিক সহযোগিতা করেন। তার নির্বাচনী এলাকার অনেক রোগীর যাহাারা ঢাকায় িিবভিন্ন হাসপাতালে ভর্তি হন তাদের পাশে তিনি যান এবং তাদেরকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

six + eleven =

Back to top button
Close