বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে গরীবদের মধ্যে মশারী বিতরণ

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে গরীব মানুষদের মধ্যে মশারী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খাঁন রব্বানী,অধ্যক্ষ শামসুল হক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন। বক্তব্য শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান গরীব মানুষদের মধ্যে মশারী বিতরণ করেন।