শাজাহানপুরে টিসিবি’র পণ্য নিতে নারী-পুরুষের জটলা ॥ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার থেকে সারা দেশে ট্রাক সেল শুরু করেছে।
চলবে আগামি ২৯ জুলাই পর্যন্ত। তবে ঈদুল আজহার জন্য সরকার ঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। একজন ক্রেতা সর্বাধিক ৫ লিটার তেল, ৪ কেজি চিনি ও দু’কেজি মসুরের ডাল কিনতে পারবেন।
বগুড়ার শাজাহানপুরেও শুরু হয়েছে টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম। পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়েছে নারী-পুরুষ। কিন্তু সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলারদের পণ্য বিক্রির কথা থাকলেও কেউ তা মানছে না।
সোমবার দুপুরে উপজেলা সদর মাঝিড়া বন্দর এলাকায় দেখা গেছে, ১’শ টাকা লিটার দরে ৪ লিটার সয়াবিন তেল এবং ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ২ কেজি ডাল বিক্রি করা হচ্ছে। কিন্তু পণ্য নিতে আসা নারী-পুরুষ কেউ সামাজিক দুরত্ব মানছেন না। মানছেন না স্বাস্থ্যবিধি। জটলা বেধে পণ্য কিনছেন তারা।
টিসিবি’র ডিলার খান ট্রেডার্সের স্বত্তাধিকারীর ছেলে মারুফ খান জানান, সামাজিক দুরত্ত মেনে পন্য নেয়ার জন্য নির্দিষ্ট দুরত্তের মধ্যে বাইসাইকেলের টায়ার দিয়ে ক্রেতাদেরকে টায়ারের গোল চিহ্নের ভিতর অবস্থান করতে বলা হয়েছে। কিন্তু কেউ তা না করে জটলা বেধে হুড়াহুড়ি শুরু করে। নিষেধ করলে উত্তেজিত হয়ে মারতে পর্যন্ত আসে।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, টিসিবি’র ডিলারকে প্রথমবারের মত সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তিতে সামাজিক দুরত্ত ও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।