সর্বশেষ সংবাদ ::

বগুড়ার বারপুরে এক কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় তাজবীর ইসলাম নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বারপুর উত্তরপাড়া বালুর ঠিপ মাদারতলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে জেলা পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কিশোর সদরের নুনগোলা ইউনিয়নের দশটিকক দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে।নিহত ওই কিশোর বারোপুর সোনাপাড়ায় গ্লীল ওয়ার্কশপের দোকানে কাজ করতো। তার শরীরে  ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ৷

নিহতের দুলাভাই শহিদুল ইসলাম বলেন, ‘কাল সন্ধ্যা সাতটার দিকে কাজ করে তার সাইকেল নিয়ে বের হয় তাজবীর ৷ কিন্তু সারারাত গেলেও সে বাড়িতে আসেনি রাতেও কয়েক জায়গায় খোঁজ খবর নিয়েছিলাম। পরে সকালে শুনি একটা লাশ পাওয়া গেছে। এসে দেখি আমাদের তাজবীরের লাশ। কিন্তু তার ব্যবহৃত সাইকেল পাওয়া যায়নি।’তাজবীরের ওয়ার্কশপের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘তাজবীর আমার এখানে গত দুই বছর ধরে কাজ করছিল৷ গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাজ করে সাইকেল নিয়ে বের হয় তাজবীর। পরে রাত একটার দিকে তার মা ফোন দিয়ে জানায় তাজবীর এখনও বাড়ি ফেরেনি। তাজবীর খুব ভালো ছেলে ছিল। কোন আজেবাজে নেশাও ছিল না।’ বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এখুনি বিস্তারিত বলতে পারছি না৷ তদন্ত চলছে। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।’

Check Also

২০ বছর পর একসঙ্গে গাইলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর

বগুড়া সংবাদ : শওকত আলী ইমন ও আঁখি আলমগীর বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে দুই তারা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *