বগুড়ায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৪
সঞ্জু রায়, বগুড়া : বগুড়ায় করোনা সংক্রমণ দিন দিন যেমন বেড়েই চলেছে তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই কমবেশী প্রাণ হারাচ্ছে মানুষ। এই মিছিলে গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন, বগুড়া গাবতলী উপজেলার শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দি উপজেলার জিল্লুর রহমান(৫০), সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক(৩০) ও লতিফপুর কলোনী এলাকার আলতাব হোসেন(৭২) এবং নওগাঁ জেলার হাশেম আলী(৮০)।
এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬০০ নমুনার ফলাফলে নতুন করে ১৯৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২ দশমিক ৩৩শতাংশ। যদিও একই সময়ে সুস্থ হয়েছেন ৮১জন। নতুন আক্রান্ত ১৯৪ জনের মধ্যে সদরের ১২২জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৩জন, দুপচাঁচিয়ায় ৫জন, শেরপুরে ১৬জন, শিবগঞ্জে ৭জন, আদমদীঘিতে ৬জন, গাবতলীতে ৮জন, কাহালুতে ১০জন, সারিয়াকান্দি ৪জন, সোনাতলায় ২জন ও নন্দীগ্রামে ৫জন নতুন করে আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩১১নমুনায় ১২২জন করোনায় শনাক্ত হয়েছিলেন। ডা. তুহিন জানান, ৩ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৬ নমুনায় ৪৮জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৩৭৯জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪২১ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১০৩৮ জন।