বগুড়ায় মমতাজ মাসুমা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মৌসুমী ফল বিতরণ
সঞ্জু রায়, বগুড়া : বগুড়ায় মমতাজ মাসুমা ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেলে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় সাবগ্রাম ও রাজাপুর ইউনিয়নের অসহায় ৭০টি পরিবারের মাঝে মৌসুমী ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়েছে।
করোনাকালীন সময়ে সাধারণ মানুষগুলোর হাতে এই ফল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, গনশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার গালিব জ্বীম, আব্দুল আহাদ , মোমিন, রুবেল, মেহেদী হাসান, সাহরিন, রিয়াদ প্রমুখ।
ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম ও সজীব সাহা জানান, করোনাকালীন সময়ের শুরু থেকে মমতাজ মাসুমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য খাদ্য, অর্থ, চিকিৎসাসহ বিভিন্ন ধরণের সহযোগিতা চলমান রেখেছেন। তারই ধারাবাহিকতায় এবার গ্রীষ্মকালীন ফল অসহায় পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম চলছে। ভবিষ্যতেও এই ফাউন্ডেশনের মাধ্যমে এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।