fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বৃহস্পতিবার (১৫ আগস্ট) সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র প্রশাসন পৃথক ভাবে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্ব্স্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা.একেএম শরীফুল রেজওয়ান শাতিল, ডা.রাজিয়া সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুর রাজ্জাক, টিএলসিএ হযরত আলী ও স্টাফ নার্স আরিফা খাতুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Back to top button
Close