কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর পাইকড় ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করলেন ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা হাট সহ বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যাপক সচেতনতামূলক প্রচারনা চালান এবং নিজস্ব অর্থায়নে মাস্ক বিতরণ করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পির চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পাইকড় ইউ পি সদস্য হাফিজার রহমান বোস্তামী, আলী নুর আহসান পাপ্পু, সোলাইমান আলী, সৈয়দ আলী, ওমর আলী, ছরওয়ার কাজী সহ গ্রাম পুলিশবৃন্দ।