কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে ২৪ ঘন্টায় হাসপাতালের ডাক্তার সহ করোনায় আক্রান্ত ৯ জন
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ ২৪ ঘন্টায় ৩ জুলাই বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডাঃ এম এম কবির হোসেন, সামকো তৌফিক হক ও এমটি ল্যাবঃ আব্দুর রহমান সহ ৯ জনের করোনা রির্পোটে পজিটিভ এসেছে। এছাড়াও করোনা পজিটিভ ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকঁওর গ্রামের কুতুব উদ্দিন (৩৮), একই গ্রামের কুইন (৩০), সাদ (৮), সোহা (৯), উলখাঁর গ্রামের তারাজুল (৫৫), পাইকড় ইউনিয়নের আতাইল গ্রমের নাজমুল (৩৩)। এ ব্যাপরে কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানার সাথে কথা বলা হলে তিনি জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের এমও ডাঃ এম এম কবির হোসেন, সামকো তৌফিক হক ও এমটি ল্যাবঃ আব্দুর রহমান সহ ৯ জনের করোনা রির্পোটে পজিটিভ এসেছে। তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে আরও ২জন করোনার রোগীর চিকিৎসা চলছে।