শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় আহত নারী মারা গেছেন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত সুলতানা ফেরদৌসী পূন্নি (৪০) নামে এক নারী দূর্ঘটনার ৯দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
নিহত পূন্নি উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বিহিগ্রাম এডিইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাদীর স্ত্রী। শনিবার বিকেল সাড়ে ৫টায় বৃ-কুষ্টিয়া স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে ক্ষুদ্র-কুষ্টিয়া পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে শনিবার ভোর ৫ টার দিকে ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান পূন্নি।
নিহত পূন্নির স্বামী মাওলানা আব্দুল হাদী জানান, গত ২৪ জুন রাতে তার এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে কাহালু উপজেলায় যাওয়ার উদ্যেশ্যে স্বস্ত্রীক মটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার বারোপুর এলাকায় রাস্তায় স্লীপ করে মটরসাইকেল নিয়ে স্বস্ত্রীক সজোরে রাস্তায় পড়ে যান। এসময় তার স্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ময়মনসিং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দূর্ঘটনার ৯দিন পর শনিবার ৫ টার দিকে তার স্ত্রী তিনি মারা যান।