fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় নৌকা ডুবে যুবকের মৃত্যু

সোনাতলার গোবরচাপা বিলে নৌকা ডুবে মৃত্যু সেলিম হোসেন (১৮)।

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় নৌকা ডুবে সেলিম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, সুজাইতপুর-বালুয়াহাট পাকা সড়কে গোবরচাপা বিলের ওপর ব্রিজের দু’পাশে বন্যায় ভেঙ্গে যায়। সৃষ্টি হয় বিশাল গহীন ডোবা। ঘটনার দিন সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর (নয়াপাড়া) গ্রামের সেলিম হোসেন, আপেল, রনি, রানা ও রায়হানসহ সাতজন একসাথে নৌকায় চড়ে ব্রিজটির নিচের ডোবার পানি পাড় হচ্ছিল। এমতাবস্থায় কোনো প্রকার বৃষ্টি কিংবা বাতাস ছাড়াই আকস্মিক ভাবে নৌকাটি পানিতে ডুবে যায়। ফলে নৌকার যাত্রী সাঁতার না জানা সেলিম হোসেন ঘটনা স্থলেই মারা যায় ও অপর ছয়জন সাঁতার কেটে কিনারায় ওঠে। স্থানীয় লোকজন ঘটনাস্থলের পানিতে জাল ও ক্যাটা ফেলে সেলিম হোসেনের মরদেহ উদ্ধার করে। মৃত সেলিম হোসেন ওই গ্রামের মোঃ জহুরুল ইসলাম শেখের একমাত্র ছেলে। সে ঢাকায় সিএনজি ও মাইক্রোগাড়ির মেকানিক্সের কাজ করত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

twelve − one =

Back to top button
Close