কাহালুবগুড়া জেলার সংবাদ
যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের দাবী জানালেন এম পি মোশারফ হোসেন
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, মাননীয় স্পিকার উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবী যমুনা সেতু থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের দাবী জানাচ্ছি। কারণ এটা একনেকের বৈঠকে অনুমোদন হয়ে আছে। কিন্তু কোন কাজ হচ্ছে না?। এছাড়াও সারা বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যোগাযোগের জন্য বগুড়া বিমান বন্দরটিকে পূর্নাঙ্গ বিমান বন্দর করার জন্য আহবান জান্নাচ্ছি। পাশাপাশি লকডাউন এর কারণে অটো রিসকা, ভ্যান বন্ধ করে দিয়ে গরিবের পেটে লাথি না মেরে এই গরিব মানুষের ভূর্তকি বা প্রণোদনা দেওয়া হোক।