তালোড়ায় সাহিত্য পত্রিকা ভোরের শিশির এর মোড়ক উন্মোচন
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া বন্দরনগর কবিতা সংসদের আয়োজনে সাহিত্য পত্রিকা ‘ভোরের শিশির’ সংখ্যা-৭ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তালোড়া স্টেশন রোডস্থা সংসদের কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে প্রধান অতিথি হিসাবে এ মোড়ক উন্মোচন করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি এসএম সাহিদ। এ উপলক্ষে সংসদের উপদেষ্টা আফজাল হোসেন খন্দকারের সভাপতিত্বে ও সংসদের সাধারণ সম্পাদক একেএম মোমিন ইসলামের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন তালোড়া পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী, সংসদের উপদেষ্টা ইয়াচিন হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, সভাপতি আব্দুল মজিদ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, অর্থ সম্পাদক হাবীব হাসান, প্রচার সম্পাদক ফজলুল কবির, এলাকাবাসী আতিকুর রহমান শিমু প্রমুখ।