শাজাহানপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে ৩০ পিচ ইয়াবা সহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়া।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম বড়বাড়িয়া গ্রামের জাহানুর আলমের ছেলে জাহিদ হাসান (২০) এবং একই উপজেলার জামগ্রাম লয়াবাড়ি গ্রামের নাজিমুদ্দিন ঠান্ডুর ছেলে সোহেল রানা (২৫)।
সোমবার বিকেল ৫টায় স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব অফিস সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট বাজারস্থ রানীর হাট-বনানী পাকা সড়কে ডিবিএল কোম্পানীর নির্মানাধীন ভবনের সামনে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।