বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে কাহালুতে আওয়ামীলীগের আলোচনা সভা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে কাহালু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যালী শেষে কাহালু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলীগনেতা সুলতান আলী কবিরাজ, ছানাউল্লাহ তালুকদার ঝিলু, মুশফিকুর রহমান (কাজল), শাহজাহান আলী, জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার সভাপতি বাদশা আকন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।