বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
সাংবাদিকের বাড়িতে চুরি
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে আল মুমিন নামে এক গণমাধ্যমকর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সোমবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক আল মুমিন বগুড়ার দৈনিক মহাস্থান পত্রিকার জেলা ফটোসাংবাদিক এবং শাজাহানপুর উপজেলার আশেকপুর উপজেলার দাড়িকামারি গ্রামের ওমর আলী সরকারের ছেলে।
সাংবাদিক আল মুমিন জানান, প্রতিদিনের মত রবিবার রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শব্দ শুনে ঘরের বাহিরে বের হয়ে দেখেন বারান্দায় থাকা সেলাই মেশিন ও জামাকাপড় নেই। বাড়ির প্রাচীরের দেয়াল ভাঙ্গা। অল্পের জন্য তার মটরসাইকেল চুরির হাত থেকে রক্ষা পেয়েছে।
থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, চোর চক্রকে সনাক্ত করতে চেষ্টা চলছে।