শিবগঞ্জের গুজিয়াতে জিপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়াতে জিপিএল (গুজিয়া প্রিমিয়ার লীগ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গুজিয়া ক্রিকেট ক্লাবের আয়োজনে উক্ত খেলায় সভাপতিত্ব করেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসবাউল হক মিসবা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম শাহিন। এসময় উপস্থিত ছিলেন দেশবন্ধু সুপারস্টোর এন্ড ইলেকট্রনিক এর ব্যাবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, স্বপ্নছায়া ফ্যাশান হাউজের পরিচালক আঃ রাজ্জাক, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজার রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাব্বী, রাশেদুল ইসলাম আকাউল, মহাম্মদ আলী, রিয়াজ, জনি, রিমু, নাইচ, ইমরান, ফরহাদ, মুসা, মামুন, মাহাবুব, বাবু, লিটন, শিমুল, নাছির, ইউসুফ পাঠান, মমিন, শাহারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য উক্ত খেলায় ৪টি দল অংশগ্রহন করে ব্যাংক এশিয়া দল ১ রানে স্বপ্নছায়া ফ্যাশান হাউজকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।