বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে মেসার্স সুলতান ট্রেডার্সের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে মেসার্স সুলতান ট্রেডার্স নামে গবাদি পশু, মাছ ও মুরগীর খাদ্য এবং মাছের পোনা ও মুরগীর বাচ্চা সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান কার্যালয়ে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।
প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী কোয়ালিটি ফিডস লিমিটেডের পরিবেশক শাজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, কোয়ালিটি ফিডস লিমিটেডের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিপ্লব, এমপির প্রতিনিধি নজরুল ইসলাম, চিকস তামিম এগ্রো ফিড লিমিটেডের ম্যানেজার রুহুল আমিন প্রমুখ।