শাজাহানপুরে কৃষকলীগ নেতা শফিক আর নেই
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
শনিবার রাতে ব্রেনস্টোক করে গুরুতর অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। রবিবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
শফিকুল ইসলাম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিনপাড়ার মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক স্কুল পড়ুয়া কন্যা সন্তান রেখে গেছেন।
নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল হক মুক্তা, জাহিদুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, সাবেক যুবলীগ সভাপতি আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন, আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।