সার কালোবাজারে বিক্রির সময় কাহালুতে আদমদীঘি ও নন্দীগ্রামের ৫ ডিলারকে আটক করেছে র্যাব-১২
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া কার্যালয়ের সদস্যরা শুক্রবার ভোর ৩ টায় কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা রাস্তার উপর সার কালোবাজারি ও চোরাচালানের সময় আদমদীঘির ৪ ডিলার সহ নন্দীগ্রামের ১ সারের ডিলার রুহুল আমিনকে আটক এবং ৩’শ ৫০ বস্তা টিএসপি সার সহ ট্রাক আটক করেছে র্যাব-১২।
এই কালোবাজারি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবত বেশী মুনাফার লোভে সান্তাহার সারের ডিপো হতে টিএসপি সার উত্তোলন করে নন্দীগ্রাম উপজেলার সারের ডিলার রুহুল আমিনের নিকট বিক্রি করে আসছিল।
আটককৃত ডিলারারা হলেন সার ডিলার ও আদমদীঘি উপজেলার সুদীন গ্রামের শওকত আলীর পুত্র নওশাদ আলী (৪৬), আদমদীঘির বাজারের মৃত ফজলুল হকের পুত্র এমদাদুল হক (৪৩), মৃত নাসিউল ইসলামের পুত্র এহসানুল কবির ও একই উপজেলার শালগ্রাম গ্রামের খোরশেদ আলীর পুত্র ফজলুল হক (৫৫) এবং সার সিন্ডিকেটের মুলহোতা নন্দীগ্রামের সার ডিলার ও ভাটগ্রাম গ্রামের আয়েত আলীর পুত্র রুহুল অমিন (৩৫)। এ ব্যাপরে কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ এর সাথে কথা বলা হলে তিনি জানান, র্যাব-১২ বগুড়া কার্যালয়ের নায়েব সুবেদার রাজু আহম্মেদ কাহালু থানায় একটি মামলা দায়ের করেছেন।