দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে সিয়াম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সিয়াম নাটোর জেলার লালপুরের মামুন হোসের ছেলে। গত ২৫জুন শুক্রবার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কয়েকদিন পূর্বে তার মায়ের সঙ্গে খনিহারা গ্রামে নানা মোজাহার আলীর বাড়িতে বেড়াতে আসে। ঘটনারদিন সিয়াম সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি পর দুপুরে পুকুরে তার লাশ ভাসতে দেখেন। সিয়ামকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চামরুল ইউপি সদস্য জিল্লুর রহমান মুঠোফোনে পানিতে পড়ে সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।