কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর মালঞ্চা ইউ পির ৫ বারের সাবেক সদস্য হীরেন চন্দ্রের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
কাহালু (বগুড়া) প্রতিনিধি এ মতিনঃ বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউ পির ৫ বারের সাবেক সদস্য এবং জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক রিপন সরকারের পিতা হীরেন চন্দ্র এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবন সাতরুখা গ্রামে তার আত্নার মাগফেরাতের আয়োজন করেন তার পরিবার। উল্লেখ্য যে, ২০২০ সালের ২৪ জুন বগুড়ার কাহালুতে ঢাকাগ্রামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় হীরেন চন্দ্র মারা যান।