শাজাহানপুরে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাষ্টার, জহুরুল ইসলাম, আব্দুল হামিদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামলীগ নেতা নেছার উদ্দিন, গাজিউল হক, আলহাজ্ব ইমরান হোসেন, খোরশেদ আলম, ইউনুছ আলী, জালাল উদ্দিন দুদু, মেহেদি হাসান বাবু, জাহাঙ্গীর আলম মন্টু, রবিউল ইসলাম, সানাউল হক, আব্দুল মতিন মেম্বার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াাউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।