শাজাহানপুরে ৪২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাবলু
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে ৪২ লক্ষ টাকা ব্যয়ে মাঝিড়া-খরনা বাইপাস লিংক রোডের ২৬২ মিটার দৈর্ঘ্য ৮ ইঞ্চি আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন ৪২ বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলি) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
বুধবার সকালে এই কাজের উদ্বোধন করা হয়।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু”র নিজস্ব বরাদ্ধে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারী প্রকৌশলী মুঞ্জুর হোসেন, উপজেলা প্রকৌশলী ইসমাঈল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবু হাসান, নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, এমপি’র ব্যাক্তিগত সহকারী রেজাউল করিম, ঠিকাদার আজিজুল ইসলাম প্রমূখ।
এমপি রেজাউল করিম বাবলু জানান, এ প্রকল্পের আওতায় শাজাহানপুর উপজেলায় আরও ১৩টি রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে।