শাজাহানপুরে মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়া।
গ্রেপ্তারকৃতরা হলো, শাজাহানপুর উপজেলার খরনা জোড়গাড়ী গ্রামের মেছের আলীর ছেলে রনি বাবু, বগুড়া সদরের রহমান নগর এলাকার সেলিম হাসানের ছেলে সৌমিক হাসান মুন (২৩), কানুজগাড়ী (পিটিআই মোড়) এলাকার মৃত আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২৪), শেরপুর উপজেলার উলিপুর গ্রামের সোহেল রানার ছেলে নাঈম ইসলাম (২৩)।
মঙ্গলবার সকালে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এক প্রেসবিজ্ঞপ্তীতের এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব অফিস সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় বাজারস্থ তালহা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ বোতল দেশীয় মদ ও ২ ক্যান বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল সেট, ৮ টি সীমকার্ড এবং নগদ ১৮৫০/- টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।