শাজাহানপুরে প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে জাহিদুর রহমান জাহিদ (৪২) নামে প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানার কানছগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদ শাজাহানপুর উপজেলার কড়িআঞ্জুল গ্রামের খন্দকারপাড়ার মৃত তোজাম্মেল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জাহিদের বিরুদ্ধে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। সে ৪টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদের তত্বাবধানে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর থানার কানছগাড়ী এলাকাস্থ ইবনে সিনা হাসপাতাল এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামী জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। সে ৪টি প্রতারনা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তার নামে আরো মামলা থাকতে পারে।