দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেহেরুল চেয়ারম্যান নির্বাচিত
দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি আবু রায়হান: দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল সোমবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম(অটোরিকশা) পুরনায় চেয়ারম্যান পদে ২হাজার ২’শ ৫৪ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোনওয়ারুল করিম তালুকদার(আনারস) পেয়েছেন ১হাজার ৯’শ ৬৩ ভোট। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু(নৌকা) পেয়েছেন ২’শ ৭৩ ভোট। নির্বাচনে মোট ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে ১০হাজার ৯’শ ৬০জন ভোটারের মধ্যে ৮হাজার ৮’শ ২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার ৮০.০৫শতাংশ। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়।