নন্দীগ্রামের জরাজীর্ণ সাব-রেজিষ্টাবের ভবন পরিদর্শন ও সংস্কারের আশ্বাস দিলেন এম পি মোশারফ হোসেন
কাহালু প্রতিনিধি এম এ মতিন: বগুড়ার নন্দীগ্রামের জরাজীর্ণ সাব-রেজিষ্টাবের ভবন পরিদর্শন ও সংস্কারের আশ্বাস দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সাব-রেজিষ্টার নাইমা সিদ্দিকা, নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাষ্টার, সদস্য বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আকতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক আবু সাঈদ মানিক, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলনেতা জুয়েল রানা, তারেক রহমান, পৌর ছাত্রদলনেতা পলিন, নূরন্নবী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদক ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।