কাহালুবগুড়া জেলার সংবাদ
আমি আপনাদের সঙ্গে আছি এবং যতদিন বেঁচে আছি ততদিন দিন আমি আপনাদের পাশে থাকবো –এম পি মোশারফ হোসেন
কাহালু (বগুড়া) প্রতিনিধি এম এ মতিনঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, আমি এম পি হওয়ার পূর্বে ১৩ বছর আপনাদের মাঝে ছিলাম এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন দিন আপনাদের পাশে আমি থাকবো ইনশা আল্লাহ। শনিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর বাজারে গিয়ে জনগনের সঙ্গে অত্র এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও বুড়ইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।