fbpx
দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ

দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত, কলো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক পদযাত্রা ও আলোচনা সভা। এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবীর পরিচালনায় বঙ্গবন্ধুর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এদিন দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে রক্সের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিভিন্ন মসজিদ সমূহে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে দুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে এদিন বিকালে থানা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, প্রবীন সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ। পরে বঙ্গবন্ধু সহ ১৫আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভার পূর্বে নিহতের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

13 − 12 =

Back to top button
Close