নিরাপদ সড়ক নিশ্চিত করতে বগুড়ায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সঞ্জু রায়, বগুড়া : সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের উদ্যোগে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় শহরের চারমাথা সেঞ্চুরী মোটেলে সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।
সভাপতির বক্তব্যে এসপি মুনশী শাহাবুদ্দীন বলেন, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার নিরাপদ সড়ক তৈরী করা এবং মানুষকে যানজট মুক্ত সড়ক উপহার দেয়া, নির্বিঘ্নে যেন পরিবহন চলাচল করতে পারে। সেলক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিকসহ সকলকে একসাথে কাজ করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি ও জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সিনিয়র সহ-সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, পশ্চিম বগুড়া সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম। শ্রমিকনেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোটর মালিক গ্রুপের নেতা শফিকুল ইসলাম, যাহেদুর রহমান যাদু, পশ্চিম বগুড়া সিএনজিচালিত অটোরিক্সা মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবর আলী মোল্লা, শ্রমিকনেতা শেখ জালাল উদ্দিন প্রমুখ। সভায় বগুড়ার পরিবহন, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।