শাজাহানপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা ॥ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে লিটন মিয়া (৪৬) নামে এক মুরগী ব্যবসায়ীকে মুরগী বিক্রির কথা বলে ডেকে এনে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরগী ব্যবসায়ী লিটন মিয়া লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জুয়ানপুর গ্রামের মৃত নইমুদ্দিন প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের নুর হোসেনের ছেলে নিজাম উদ্দিন (২০), মোজাম্মেল হকের ছেলে রাসেল মিয়া (১৮) এবং আব্দুল কুদ্দুসের ছেলে মোস্তফা কামাল (২৩)।
রবিবার দুপুরে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
মুরগী ব্যবসায়ী লিটন মিয়া জানান, তিনি শাজাহানপুর উপজেলার নয়মাইল ও আশপাশ এলাকার মুরগীর ফার্ম থেকে মাঝে মধ্যে মুরগী কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতেন। গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম ছদ্মনাম ফরহাদ পরিচয় দিয়ে ১১৫ টাকা কেজি ব্রয়লার মুরগী বিক্রির কথা বলে। কথামত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ১ হাজার দুইশত কেজি মুরগীর ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ পিকআপ নিয়ে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার ও নয়মাইলের মাঝামাঝি ফুলতলা এলাকায় পৌছান। সেখানে আগে থেকেই সাইফুল ইসলামসহ তার আরো তিন সহযোগী দুই মটরসাইকেল নিয়ে অবস্থান করছিল। সেখানে পৌছা মাত্র ছিনতাইকারীরা তাকে আড়িয়া পালপাড়ার কাঁচা রাস্তা দিয়ে ভিতরের দিকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা ২০ হাজার ৪৫০ টাকা ছিনিয়ে নেয়। বাকি টাকা দেয়ার জন্য পিকআপ চালককে ফোন করতে বলে। কিন্তু পিকআপ চালক বিষয়টি বুঝতে পেরে ট্রাক নিয়ে সটকে পরে। তখন দুইজন ছিনতাইকারী তাকে মটরসাইকেলের মাঝ খানে বসিয়ে পেটে ধারালো অস্ত্র ধরে ডেমাজানী বাজার রাস্তা দিয়ে শেরপুরের দিকে নিয়ে যাওযার চেষ্টা করে। এসময় ডেমাজানী বাজার এলাকায় লোকজন দেখতে পেয়ে চিৎকার দিয়ে মটরসাইকেল থেকে লাফ দেন। চিৎকার শুনে লোকজন ছুটে এসে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। অপর ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জনতা কর্তৃক ধৃত ছিনতাইকারীর দেয়া তথ্যের ভিত্তিতে জনগনের সহায়তায় অভিযান চালিয়ে অপর তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় দুইটি ধারালো অস্ত্রসহ তাদের ব্যবহৃত দুইটি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কৌশলে ব্যবসায়ীদের ডেকে এনে ছিনতাই করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালাতের মাধমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।