বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৩ ভূমিহীন পরিবার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে ২য় পর্যায়ে ঘর পেলেন ১৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার।
রবিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এই ঘর হস্তান্তর কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ২৩ জানুয়ারী ১ম পর্যায়ে শাজাহানপুরে ঘর পেয়েছেন ১৫ পরিবার।
উপজেলা অডিটোরিয়ামে ২য় পর্যায়ের ঘর হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিক খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।