কাহালুতে চোর সন্দেহে যুবককে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
কাহালু (বগুড়া) প্রতিনিধি এম এ মতিনঃ বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা গ্রামে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে আতাউর রহমান শিরু (২৪) নামক এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বৃহস্পতিবার রাতে এ ঘটনায় শিরুর বাবা মজনু সোনার বাদী হয়ে ৫ জনের নামে মামলা করেছেন।
শিরুর বাবা মজনু সোনার জানান, বুধবার গভীর রাতে শিরুকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায় একই গ্রামের সেলিনা, আছিয়াসহ তার পরিবারের পাঁচ থেকে ছয়জন নারী-পুরুষ। পরে তাকে সেলিনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে প্রথমে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে শিরুর আঙুলে সুঁচ ও বাম পায়ে হাতুড়ি দিয়ে লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হয়। অভিযুক্তদের বাড়ি থেকে বুধবার রাতেই গ্যাস সিলিন্ডার চুরি হয়। এরপর তারা চোর সন্দেহে শিরুকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন।
এ বিষয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, নির্যাতনের ঘটনায় শিরুর বাবা বাদী হয়ে থানায় ৫ জনের নামে মামলা করেছে। নির্যাতনকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।